My Articles

Saturday, August 13, 2011


List of students who matriculated from Tejgaon Polytechnic High School in 1962


A.H. Jaffor Ullah


তেজগা পলিটেক্‌নিক স্কুল থেকে ১৯৬২ সনে দেয়া শেষ ম্যাট্রিক পরিক্ষায় উত্তীর্ন ছাত্রদের নামের তালিকা


সংগ্রহকঃ এ এইচ জাফর উল্লাহ (হাস্‌নু)।
নিউওর্লিয়ান্স, আমেরিকা। আগস্ট ২০১১


আমার জানামতে প্রায় ৪০-৪২ জন ছাত্র ১৯৬২ সনে ম্যাট্রিক পরিক্ষায় পাশ করেছিল । এই ব্যাচের ছাত্রদের অধিকাংশই ১৯৫৬ সনে ক্লাস ৫ এ ভর্তি হয়। এরা স্কুলের নাম করা শিক্ষক যেমন পরিমল সেনগুপ্ত (ইংরেজী, ভূগোল), দীনেষ চন্দ্র (বাংলা), মাখন স্যার, রউফ স্যার (অঙ্ক), তাহের স্যার (ইংরেজী), হেড মৌলভী (আরবী), নুর মোহাম্মদ (হেড মাস্টার), আজিজ স্যার (ঊর্দূ), সালাম স্যার (ইতিহাস), হেকমত আলী শিকদার (ইংরেজী) এদের দ্বারা শিক্ষাপ্রাপ্ত হয়। ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে এদের অধিকাংশই কলেজে ভর্তি হয়। পরবর্তী জীবনে এদের কেউ কেউ ডক্টোরেট ডিগ্রি, মাস্টার্স্‌ ডিগ্রি ও ব্যাচেলার্স ডিগ্রি প্রাপ্ত হয়। চাক্‌রী জীবনেও এদের অনেকেই সাফল্যতা অর্জন করে। এদের বয়স এখন ৬৩-৬৪ বছর আর এরা এখন অবসরপ্রাপ্ত। তবে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন তারা এখনও চাকরী করছেন। এই লিস্টটিতে কিছু ছাত্রদের নাম নাও থাকতে পারে। সুদীর্ঘ ৫০ বছর পর নামের তালিকা তৈরী করতে গিয়ে দেখি আমার স্মৃতিভ্রম কিছুক্‌টা ঘটেছে। তবে অন্য ছাত্রদের সাহায্য নিয়ে সেটি পূর্ন করা যেতে পারে ভবিষৎ এ।


১। অরুণ কুমার দাশ - মহাকালী কলেরা রিসার্চ স্টাফ-কোয়ার্টার এলাকা থেকে আসতো । পরীক্ষায় পাশ করে পশ্চিম বংগে খুব সম্ভবতঃ কোলকাতায় চলে যায়। সেখানে ফিজিক্সে মাস্টার্স করে কলেজে অধ্যাপনা করে আজীবন। ম্যাট্রিক পরীক্ষায় ১ম বিভাগ অর্জন করেছিল।


২। মোয়াজ্জেম হোসেন - কলাবাগান/ধানমন্ডী এলাকা থেকে আসতো। ঢা বি থেকে ফিজিক্সে মাস্টার্স করে আজীবন কলেজে অধ্যাপনা করেছে। ম্যাট্রিক পরীক্ষায় ১ম বিভাগ অর্জন করেছিল।


৩। এ এম মাহমুদ - নাখাল পাড়া থেকে আসতো। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যাচলর ও পরে হর্টিকালচারে মাস্টার্স করে আজীবন বি এ ডি সি তে চাকরী করে ডাইরেক্টর পদে উত্তীর্ন হয়ে অবসর গ্রহন করে। ম্যাট্রিক পরীক্ষায় ১ম বিভাগ অর্জন করেছিল।


৪। এ এইচ জাফর উল্লাহ (হাসনু) - তেজকুনীপাড়ার পোস্ট অফিস এলাকা থেকে আসতো। আদি দেশ সিলেট। বাবা, মঞ্জুর উল্লাহ্‌, সরকারী চাকরী করতেন ঢাকা সেক্রেটারিয়েটে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যাচলর ও পরে ঢাকা এটোমিক এনার্জীতে গবেষণা করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ক্রোপ-বোটানীতে মাস্টার্স করে। ক্ষণকাল কলেজগেটের কৃষি ইন্সটিটউটে শিক্ষকতা করে ১৯৬৮-৬৯ সনে। পরে আমেরিকায় ১৯৬৯ সনে চলে যায় মলিকুলার বায়োলোজীতে ডক্টোরেট করতে। ১৯৭৪ সনে পি এইচ ডি লাভ করে। আমেরিকায় দুটো বিশ্ববিদ্যালয়ে রিসার্চ এসোসিয়েটের চাকরী করার পর আজীবন চাকরী করে মার্কিন সরকারের কৃষি বিভাগে (ইউ এস ডি এ) বৈজ্ঞানিক হিসেবে নিউ ওর্লিয়ান্স শহরে। এখনও চাকরীরত। ম্যাট্রিক পরীক্ষায় ১ম বিভাগ অর্জন করেছিল।


৫। আনোয়ারুল আজিম (সকু) - মণিপুরীপাড়ার পশ্চিম প্রান্ত থেকে আসতো। তার বাবার নাম মৌলভী মালু মিয়া। আদি বাড়ী কুমিল্লা জেলা। ঢা বি থেকে অর্থনীতিতে ব্যাচেলার্স করার পর করাচী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি প্রাপ্ত হয়। আজীবন চাকরী করে বিদেশী বাণিজ্যিক সংস্থায় প্রথম সিলেটের চা-বাগানে ও পরে ঢাকায় ফোস্টার্স হুইলার কোম্পানীতে।


৬। আব্দুর রশিদ - রাজা বাজার এলাকা থেকে সে আসতো। বড় ভাইর বাসায় থেকে পড়াশোনা করতো। আদি দেশ রাজশাহী বা মাল্‌দহ। ঢা বি থেকে ফার্মাসীতে ব্যাচেলার্স ডিগ্রি করে। পরে সামরিক বাহিনীতে অফিসার্স পদে যোগ দেয়। কর্নেল পদ থেকে অবসর গ্রহন করে।


৭। আব্দুল মতিন - রাজ বাজার এলাকা থেকে আসতো। ভাল ফুটবল খেলতো স্কুল টিমে। এর আর কোনো খোঁজ পাওয়া যায় নি ১৯৬২ এর পর।


৮। গোলাম মোস্তফা (ল্যাংড়া মোস্তফা) - ইন্ডাসট্রিয়াল এরিয়া থেকে আসতো। দেশ ছিল চাঁদপুর। ব্যবসা করতো। পরে এর কোনো খোঁজ পাওয়া যায় নি।


৯। নুর আলী - রাজা বাজার এলাকা থেকে আসতো। ভাল ফুটবল খেলতো স্কুল টিমে। আদি বাড়ী পশ্চিম বংগের মুর্শিদাবাদ। ১৯৭১ সনে দেশ স্বাধীন হবার পর বিদেশী সাহায্য সংস্থায় কাজে যোগ দেয় এবং আজীবন সেখানে চাকরী করে। এখন অবসরপ্রাপ্ত।


১০। গোলাম সারোয়ার (টিপু) - প্রথম তেজগা থানা ও পরে রাহাত মঞ্জিল থেকে আসতো। টিপুর বাবা, গোলাম মস্তফা সাহেব, তেজগা থানার ওসি ছিলেন ১৯৫৭-৬০ পর্যন্ত। ফুটবল খেলোয়াড় হিসেবে খুব নাম হয় তার ১৯৬০-৭০ দশকে। পরে কোচ্‌ পদে আজীবন কাজ করে ঢাকায়।


১১। মতি রহমান (মতি) - লালদীঘির পশ্চিম পার হতে আসতো। ওর বাবা, গফুর মুন্সী সাহেব, একটি বাঁশের দোকানের মালিক ছিলেন তেজগা পোষ্টাপিসের পাশে। সেখানে মতিকে পাওয়া যেতো প্রায় সময়। মতি ম্যাট্রিক পাশ করে আর অন্যদের মতো সঙ্গে সঙ্গে কলেজে যায় নি। প্রায় ৫-৬ বছর পর সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিষয়ে প্রথম ব্যাচেলার ও পরে মাস্টার্স করে। পরবর্তী কালে কানাডার ম্যানিটোবায় ডক্টোরেট করে সেখানে চাকরী করে বছর কয়েক। এখন সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে।


১২। সানোয়ার আলী - মণিপুরী পাড়ার পশ্চিম প্রান্ত থেকে সে আসতো। ওর আদি বাড়ী জলপাইগুড়ি। কলেজে যেত ঢাকায়। পরে বিমান বাংলাদেশে স্টুয়ার্ডের চাকরীতে যোগ দেয় এবং আজীবন সেই পদে বহাল থাকে। ২০০০ সনের দিকে দেহত্যাগ করে।


১৩। গোলাম হুসেন হেদায়েত উল্লাহ (ফইয়া) - তেজকুনীপাড়ার পোস্টাপিস এলাকা থেকে আসতো। সে হাসনুর বড় ভাই। বার্মা ইস্টার্ন তেল কোম্পানীতে প্রথম পতেঙ্গা এয়ার-পোর্টে এবং পরে তেজগা বিমানবন্দর ও উত্তরা বিমানবন্দরে চাকরীরত ছিল। ১৯৯৩ তে সপরিবারে আমেরিকায় চলে আসে ইমিগ্রান্ট হিসেবে। এখন অরিগনের পোর্টল্যান্ড শহরে সপরিবারে বসবাস করে।


১৪। মাহবুব - রাজা বাজার এলাকা থেকে সে আসতো। স্কাউটিং করতো স্কুলে। ম্যাট্রিকের পর ব্যবসায় যোগ দেয়। খুব অল্প বয়সে বিয়ে করে নিজ বাড়ীর এক মেয়েকে। পরে সস্ত্রিক ইউরোপে চলে যায়। তার আর কোনো খোঁজ জানা নেই।


১৫। আরিফ - তেজগার বাহির থেকে সে আসতো। এর আর কোনো খোঁজ পাওয়া যায় নি।


১৬। শামসুল হক (শামসু) - তেজকুনী পাড়ার পূর্ব প্রান্ত সো-মিল এলাকা থেকে সে আসতো। আদি বাড়ী নোয়াখালী। পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়েছিল । তার আর কোনো খোঁজ পাওয়া যায় নি।


১৭। শামসুদ্দীন আহ্‌মদ (শামসু) - তেজকুনীপাড়ার পোস্টাপিস এলাকা থেকে আসতো। বি কম পাশ করে সে ব্যাঙ্কে যোগ দেয়। তার আর কোনো খোঁজ পাওয়া যায় নি।


১৮। উইলফ্রেড রড্রিগাস (উলু) - ফার্মগেট-হলিক্রস সন্নিকটবর্তী খৃষ্টান পাড়া থেকে সে আসতো। ঢাকায় কলেজে লেখাপড়া করে পরে গভর্মেন্ট সার্ভিসে যোগ দেয়। উপসচিব হিসেবে অবসর গ্রহন করে। সে এখনও তার পৈত্রিক বাসায় হলিক্রস কলেজের পাশে থাকে।


১৯। মতিউর রহমান - মণিপুরীপাড়া হতে স্কুলে আসতো। আদি বাড়ী কুমিল্লা। তার কথায় কুমিল্লার আঞ্চলিক টান ছিল। ফর্শা এবং ছোট-খাটো সাইজের লোক ছিল সে । তার মামার বাসায় থেকে সে লেখাপড়া করতো। স্কুল পাশ করার পর এর আর কোনো খোঁজ পওয়া যায় নি।


২০। মোজাম্মেল হক কচি - তেজতরী বাজারে সে থাকতো গ্রীন রোডের কাছে। আদি বাড়ী মালদা-মুর্শিদাবাদ, বাবা সরকারী চাকরী করতেন। বি কম পড়ে সে ব্যাঙ্কে চাকরী নিয়েছিল। তার পোস্টিং ছিল তেজগা বিমান বন্দরে ১৯৭২-৭৪ সনে। সারা জীবন সে ব্যাঙ্কে কাজ করেছে অফিসার র‍্যাঙ্কে।


২১। শফি - মহাকালী থেকে সে সাইকেল যোগে আসতো। পরিবার কৃষিকাজে জড়িত ছিল। স্কুল পাশের পর এর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।


২২। এস (সিব্‌তে) এস (সোবহান) জি (গোলাম) পাঞ্জাতন - কলেজগেট হতে সে আসতো, বাবা ছিলেন তেজগা কৃষি কলেজের অধ্যাপক। আদি বাড়ী কুমিল্লা শহর। বিজ্ঞান বিভাগে পড়তো ঢাকা কলেজে এবং পরে ঢা বি তে ফার্মাসী বিভাগে ভর্তি হয়ে ডিগ্রি লাভ করে। ১৯৭১-৭২ সনে সে ইমিগ্রেশন নিয়ে নিউইয়র্ক শহরে আসে। সেখানেই সে চাকরী করতো। এখন আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


২৩। কাদ্‌রী - রাহাত মঞ্জিলে সে থাকতো তার বড় ভাইর বাসায়। স্কুল পাশ করার পর তার আর হদিছ পাওয়া যায় নি। কাদ্‌রী বানোয়াট কথা বলতে খুব উস্তাদ ছিল। এর কথায় কেউ আমল দিত না।


২৪। মইনুদ্দীন - কারওয়ান বাজার বা পাকমোটর্স এলাকা থেকে সে আসতো। অত্যাধিক মোটা হবার জন্য তার ডাক নাম ছিল "মোটকা মইনুদ্দীন"। সে অত্যন্ত ফর্শা ছিল এবং গরমের সময় সে খুব ঘামতো এবং তার মুখ লাল হয়ে যেতো। স্কুল পাশের পর এর আর কোনো খোঁজ পাওয়া যায় নি।


২৫। মইনুদ্দীন ২ - নাখালপাড়া হতে সে আসতো, মাহমুদের সম্পর্কে খালাতো ভাই। ক্লাশ ৮ বা ৯ এ সে অন্য জায়গা থেকে এসে আমাদের স্কুলে ভর্তি হয়। এর ও কোনো খোঁজ আমরা পাই নি। মাহমুদ পর্যন্ত এর আর কোনো খোঁজ পায় নি।


২৬। আকরাম খান - মনিপুরীপাড়াতে সে থাকতো তেজগা মসজিদের পেছনে লালদীঘির কাছে। ১৯৬৫-৬৬ সনে সে তেজগা কৃষি কলেজে ভর্তি হয়। খুব সম্ভবতঃ সে সরকারী কৃষি বিভাগে চাকরী নেয়। পরবর্তীতে এর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।


২৭। ফারুক - ইটখোলা-খেজুরবাগান এলাকা হতে সে স্কুলে আসতো। আদি বাড়ী ছিল সিলেট। তার বাবা ছিলেন ইটখোলায় কৃষি বিভাগের ডিস্পেন্সারীর ডাক্তার। তারা থাকতো ডিস্পেন্সারীর পাশে একটি গভর্মেন্ট কোয়ার্টারে। ১৯৬৫-৬৬ সনে সে তেজগা কৃষি কলেজে ভর্তি হয়। খুব সম্ভবতঃ সে সরকারী কৃষি বিভাগে চাকরী নেয়। পরবর্তীতে এর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।


২৮। মোঃ নুরুজ্জামান ওরফে ব্যায়ামবীর - স্কুলের পেছনে তেজতরীবাজার এলাকায় সে থাকতো। সব সময় সে পান চিবাতো। সেও আকরাম ও ফারুকের মত ১৯৬৫-৬৬ সনে তেজগা কৃষি কলেজে ভর্তি হয়। ডিগ্রিলাভের পর সে সরকারী চাকরী নেয়। বেশী দিন সে বাচে নি।


২৯। আবু (ডাক নাম), ভাল নাম জানা নেই - তেজকুনীপাড়া থেকে স্কুলে যেত। আদি দেশ জলপাইগুড়ি, বাবা-মা থাকতেন রংপুরে, তেজগায় মামার বাড়ীতে থেকে লেখাপড়া করে। সম্পর্কে সানওয়ার আলীর ভাগ্নে। স্কুল পাশের পর কি করেছে তা জানা নেই। আবুর ছোট ভাই রতন মামার বাড়ীতে থেকে প্রাইভেট ম্যাট্রিক দিয়ে ১৯৬২ সনে পাশ করে।


৩০। এর নাম আমার মনে নেই। নোয়াখালী তার দেশ, থাকতো তেজকুনী পাড়ায় তার চাচার বাড়ীতে। এর পারিবারিক নাম হয়তো ছিল হক । খুব ফর্শা ছিল দেখতে। আমরা তাকে 'মদিনা' বলে ডাকতাম। শুনেছি যে সে পুলিশ ডিপার্টমেন্টে যোগ দিয়েছিল।


৩১। এরও নাম আমার মনে নেই। ক্লাস ৯-১০ সে এসে যোগ দিয়েছিল। তেজগা থানার ওসির শালা ছিল সে তাই তার নাম দেয়া হয়েছিল 'শালাবাবু'। সে তেজকুনীপাড়ার থানার কম্পাউন্ডে থাকতো। কলেজে ভর্তি হয়েছিল। তবে এর আর কোনো খোঁজ পাওয়া যায় নি।




















Labels: ,

Saturday, August 06, 2011


List of students who enrolled at Bangladesh Agricultural University (BAU) in Agriculture Curriculum in 1962 and graduated in 1967



The 2nd Batch (1962-1967)



----------------------------------------
The 2nd batch of BAU Agriculture Faculty attended classes from June/July 1962 through December 1967. About 52-54 students had graduated. The results were declared in late january 1968. About 32 students finished theirs M.Sc. Ag degree in 1969. And a total of 18 students went on to receive Ph.D. degree. A remarkable achievements indeed! Most students have had a distinguished career. Most of the students have now retired but a few (three) are still working in America full-time. Four students from this batch have become American citizens and are now wroking there. My high school and BAU class friend Mahmood helped me to prepare this list. There maybe some minor mistakes but I could correct the list if anyone could bring the error to my attention.



A.H. Jaffor Ullah
New orleans, USA
e-mail: jaffor@yahoo.com
--------------------------------------



1. Mafizul Haq Khan - Kurigram, Rangpur. M.Sc. Ag from BAU in 1969 in Entomology. Ph.D. from Australia. Worked in BARC near Farmgate, later worked in the US AID, and as a consultant. Lives in Uttara, Dhaka in his own residence.



2. A.K.M. Shahjahan - Daudkandi, Comilla. M.Sc. Ag in Plant Pathology from BAU in 1969. Ph.D. from Louisiana State University at Baton Rouge, USA (circa 1977). Worked in BRRI, Joydebpur. Later immigrated to USA. Worked at Purdue University, Indiana, USA and at LSU, Baton Rouge, LA, USA. Now teaches at a College in Baton Rouge, LA, USA



3. A.H. Jaffor Ullah - Sylhet/Dhaka. M.Sc. Ag in Crop Botany, 1969. Ph.D. in Cell and Molecular Biology, University of Cincinnati, Ohio, USA (1974). Worked as a research associate at SUNY New York (1974-1977), senior research associate at University of Illinois at Champaign-Urbana (1977-1985). Senior Research Scientist at Southern Regional Research Center, ARS, USDA at New Orleans, LA USA (1985- ). Still working full-time.



4. Nurul Islam Bhuiyan - Comilla. M.Sc. Ag in Soil Science 1969. Ph.D. in Soil Science from Cornell University, Ithaca NY USA (circa late 1980s). Worked at BRRI, Joydebpur. Retired as the director general of BRRI.



5. Abdul Hamid Miah - Tangail. M.Sc. Ag in Entomology 1969. Ph.D. in Entomology from England (circa late 1970s). Worked at the BARC near Farmgate. DG, BARC. Consultant for IRRI.



6. Hasan Ali - Dinajpur. M.Sc. in Horticulture 1969. MS from University of Cincinnati in Biological Science (1974). Ph.D. in Food Sciences from Ohio State University, Columbus, Ohio USA (Circa (1980). Worked in the State of Ohio in the Department of Motor Vehicle Bureau. Retired in 2010. Lives in Philadeslphia, USA.



7. Shahidul Islam - Rangpur. M.Sc. Ag in Soil Science 1969. Ph.D. from England in late 1970s. Worked in BRRI (?).



8. Maqbul Hossain - Trishal, Mymensingh. M.Sc. Ag in Soil Science 1969. Ph.D. in Soil Science from Cornell University, Ithaca, NY circa (1980s). Worked at BINA (Atomic Energy Center) inside BAU campus.



9. Noor Hossain - Jamalpur, Mymensigh. M.Sc. in Plant Pathology. Ph.D. from ? Year ?. Worked in the Tejgaon Manipuripara's Agricultural Research Lab.



10. Pronoy Kumar Roy Barman - Brahman Baria. Did M.Sc. Ag in 1969. After the Liberation War migrated to W. Bengal. Whereabouts not known.



11. M. Jalaluddin - Sariakandi/Bogra. M.Sc. Ag 1969 under Prof. Ashraful Huq. Worked in the Bangladesh Agriculture Department in Habiganj. Came to USA in late 1980s and did his Ph.D. in Agronomy at Louisiana State University at Baton Rouge, LA USA in early 1980s. Joined Arkansas State University at Pine Bluff as a professor. Still working now (2011).



12. Abdullah Il-Husein (Emran) - Jamalpur. Probably did his M.Sc. Ag in BAU. After liberation went to the Middle East. Now probably lives in Canada.



13. Motilal Banik - Chittagong? Probably did his M.Sc. Ag in BAU 1969. Joined Bangladesh Agriculture Department and worked there all through his life and now retired.



14. Dilip Chakrabarty - Chandpur. Worked all through his life at Bangladesh Agriculture Department in Khamar Bari Tejgaon in the publication department.



15. Nanda Lal Ghosh- Noakhalli. Worked all through his life at Bangladesh Agriculture Department. Area of expertise - Agricultural Extension and Seed Certification Department.



16. Abdul Mannan - Tangail. M.Sc. Ag in Horticulture (MS advisor Abu Hena Farouk) 1969. Worked all through his life in Bangladesh Agriculture Department.



17. Abdul Hannan Bhuiyan - Brahman Baria. M.Sc. Ag in Entomolgy 1969. First worked in a Agro-Chemical Company. May have done Ph.D. (?). Now works in Agricultural Institute in Dumki, Barisal as a professor.



18. A.M. Mahmood - Noakhali/Dhaka. M.Sc. Ag in Horticulture (Prof. A.H. Farouk thesis Advisor) 1969. Joined Bangladesh Agriculture Development Corporation (BADC) and worked there all through his life.



19. Abdur Rahman - Comilla. M.Sc. Ag in Agronomy (Prof. A. Latif Miah thesis advisor). Ph.D. in Agronomy from Manila, The Philippines. Suffered an unusual death early in 1980s.



20. Shirajul Islam - Matlab/Comilla. Joined Bangladesh Agriculure Department in the Agricultural Extensin Department all through his life.



21. Abdul Baten Khan - Mymensingh town. M.Sc. Ag in Entomology. Early in his life worked in the Middle East. Later may have done his Ph.D. Now working at BAU.



22. Latifur Rahman - Chapai Nawabganj. Worked all though his life in the U.S. Aid Program.



23. Sharifur Rahman - Chapai Nawabjang. Worked all through his life in the Sugarcane Research Institute, Ishwardi, Pabna.



24. Zainuddin - Mymensingh town. Joined BADC and worked there all through his life. Died in early 2011.



25. Abul Kasem - Comilla. Joined in Bangladesh Agriculture Department and worked there all through his life in the Extension Department and retired as Director (Training).



26.Abdullah al Mamoon - Comilla or Joydebpur ?. M.Sc. Ag in Agronomy. Ph.D. in Agronomy from (?). Joined the Agronomy Department at BAU as a professor and worked there lifelong. Deceased since early 2000s.



27. Abdul Hakim - Maulvibazar Sylhet. M.Sc. Ag. in Horticulture 1969 (Prof. A.H. Farouk thesis advisor). Joined BADC and worked in Jessore. Deceased since 1980s.



28. Fazle Rabbi Chowdhury- Sitakunda/Chittagong. M.Sc. Ag in Agronomy 1969. Joined BADC and worked there until his death in 1990s.



29. Musleuddin - Jamalpur/Mymensingh. Joined Bangladesh Agriculture Department. Retired as Director General (Extension).



30. Abdur Rashid - Comilla. A cheerful person who also was a footballer. After liberation joined Bangladesh Police Service as Superintendant of Police in Comilla. Whereabouts not known.



31. Abdul Wahab Mollah - Gopalganj. M.Sc. Ag in Crop Botany 1969. Joined BADC and worked there lifelong. Now lives a retired life in Shewrapara near Mirpur Dhaka.



32. Shamsuzzoha - Comilla. M.Sc. Ag in Agronomy 1969 (Prof. Shamsuddin thesis advisor). Joined BADC and worked there all through his life. Retired now.



33. Golam Ahmed - Comilla. Joined Bangladesh Agriculture Department. Died in 1990s.



34. Sheikh Mujibur Rahman - Satkhira/Khulna. Joined Bangladesh Agriculture Department (Extension Jute).



35. Golam Sarwar - Sylhet. Joined Bangladesh Agriculture Department's Training Instute. Whereabouts not known.



36. Ruhul Amin - Mymensingh. Joined Bangladesh Agriculture Department and retired as the Additional Director.



37. Sayedul Haq Khan - Noakhali. Probably worked early in his life in the private sectors and changed jobs many a time. Whereabouts not known to any of his class frriends.



38. Ameer Hossain - Barisal. M.Sc. Ag in Extension. Joined BAU and worked there all through his life.



39. Nurul Anwar - Mymensingh town. M.Sc. Ag in Extension. Ph.D. (maybe). Joined BAU and worked as a professor all through his life.



40. Idris Ali Moulvi - Mymensingh ? M.Sc Ag in Agronomy. Joined Dhaka's Agricultural Institute as a professor and taught there lifelong.



41. M. Rashid Moulvi - Chapai Nawabganj. Joined Bangladesh Agriculture Department. Whereabouts not known.



42. Shafayet Hossain - Barisal. Worked in various Agro-chemical companies. Whereabouts not known.



43. Tajul Islam - Netrokona. Joined Dhaka's Agricultural Institute and taught Botany.



44. Zahedul Haq - Rangpur. M.Sc. Ag in Agronomy (Abdul Latif Miah thesis advisor). Ph.D. from Manila, The Philippines. Joined International Jute Organization, Tejgaon Dhaka. Deceased in mid 1990s.



45. Fazlul Huq - Comilla. He did his Ph.D. Worked in BARI in Joydebpur.



46. Nurul Islam Talukdar - Chandpur/Comilla. M.Sc. Ag in Agronomy. Joined the Sugarcane Institute at Ishwardy Pabna. Deceased.



47. Musharraf Hossain - Noakhali. Joined BRRI at Joydebpur and worked there lifelong.



48. Abdus Sattar - Mymensingh ?. Joined Bangladesh Agriculture Department in the Extension Service and worked there lifelong.



49. Abdus Sukkur - District not known. Probably joined Bangladesh Agriculture Department. Whereabouts not known.



50. Nazrul Islam - Brahman Baria/Comilla. After graduation he joined Pakistan Central Government's Plant Protection Department. His posting was in West Pakistan. After Liberation he returned to Bangladesh he joined Bangladesh Agricultue Department in the Extension Service.



-------------------------



The following students from the 2nd batch were held back either in the 1st or 2nd year. They however graduated in 1969 with the students from the 3rd batch.



1. Nazimuddin Farouk.



2. Abdur Rouf Mintoo - Dhaka. Joined BRRI(?).



----------

Names in blue had earned doctorate


Labels: ,